
০৩. চাঁদের পাহাড় - তৃতীয় পরিচ্ছেদ
নতুন পদ পেয়ে উৎফুল্ল মনে শঙ্কর যখন
স্টেশনটাতে এসে নামল, তখন বেলা তিনটে হবে।
স্টেশনঘরটা খুব ছোট। মাটির প্ল্যাটফর্ম,
প্ল্যাটফর্ম আর স্টেশনঘরের আশপাশ
কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। স্টেশনঘরের
পিছনে তার থাকবার কোয়ার্টার। পায়রার খোপের
মতো ছোট। যে ট্রেনখানা তাকে বহন করে এনেছিল,
সেখানা কিসুমুর দিকে চলে গেল। শঙ্কর যেন
অকুল সমুদ্রে পড়ল। এত নির্জন স্থান
সে জীবনে কখনো কল্পনা করেনি।
এই স্টেশনে...
Posted by
Unknown